লোকেশন: পুস্পধারা গ্রীন ভিউ, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ২৪৪, নিউ সার্কুলার রোড মালিবাগ, ঢাকা – ১২১৭. মৌচাক মার্কেটের দক্ষিণ পূর্বে, CID অফিসের উত্তর পূর্বে, আয়েশা শপিং কমপ্লেক্স বিপরীত পাশে,পদ্মা ডায়াগনস্টিক সেন্টার সংলংগ্ন আকর্ষণীয় লোকেশন অবস্থিত।
২০ কাঠা জমির উপরে ১০ তলা বিশিষ্ট ভবন হবে। মোট ফ্ল্যাটের সংখ্যা= ৭২টি। ১৮০০ বর্গফুট ফ্ল্যাটের সংখ্যা= ৩৬ টি ও ১৫০০ বর্গফুট ফ্ল্যাটের সংখ্যা= ৩৬টি এবং রেসিডেনসিয়াল স্পেস গ্যারেজ সহ গাড়ি পার্কিং এর সুবিধা থাকবে।
ফ্ল্যাটের নির্মাণের ব্যায় ( সামনে/ পিছনে/টপ ফ্লোর ) কমিটির মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী কম বেশি করা হবে। ফ্ল্যাট সমূহের বন্টনের লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। কমিটির মিটিং এর সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে , এতে কারো কোনো প্রকার আপত্তি গ্রহণ করা হবে না।
জমি রেজিস্ট্রেশন হওয়ার পূর্বে জমির শেয়ার মূল্য সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
পুস্পধারা গ্রীন ভিউ,এর কোনো সদস্য তাহার শেয়ার বিক্রয় করিতে চাহিলে, বিক্রয় করিতে পারিবেন। তবে কোম্পানিতে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
বিল্ডিং এর কাজ শুরু হলে নির্মাণ খরচ সমাহারে প্রত্যেককে দিতে হবে।
সর্বমোট ডেভলপমেন্ট খরচ এর উপর পুস্পধারা হোমস লিঃ এর ম্যানেজমেন্টকে ১০% সার্ভিস চার্জ দিতে বাধ্য থাকিবেন। এতে কোনো প্রকার চলিবে না , করিলে ও সর্বলদালতে আগ্রহন বলিয়া গণ্য হইবে। জমির শেয়ার বুকিং দেয়ার পর প্ৰত্যাহার করিলে জমাকৃত টাকা ১০% কর্তন পূর্বক বাকি টাকা প্রদান করা হবে। প্রতি ৩ মাস পর পর সদস্যগণের নিকট মিটিং এর মাধ্যমে আয় ব্যয় এর হিসাব পেশ করা হবে।